বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে ২ দিন ধরে দিপা (২০) নামে এক যুবতী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবতী দিপা বন্দর থানার কুড়িপাড়া এলাকার ফারুক মিয়ার মেয়ে। অনেক স্থানে খোঁজাখুজি করে এখন পর্যন্ত নিখোঁজ যুবতীর কোন হদিস পায়নি তার স্বজনরা। এ ঘটনায় নিখোঁজ দিপার পিতা বাদি হয়ে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেছেন। এরআগে রোববার (২৩ জুন) সকাল ৭টায় বন্দর থানার কুড়িপাড়াস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে ওই যুবতী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবতীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।