জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য কুতুবউদ্দিন আকসির (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ জুন) দুপুর ৩টা ২০ মিনিটে বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের আলো’র সম্পাদকের শোক
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য কুতুবউদ্দিন আকসিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি। বুধবার এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা ক্রীড়া সংস্থার শোক
বাংলাদেশের ক্রীড়াঙ্গণের বরণ্য ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসিরের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় বরণ্য এ ক্রীড়া ব্যক্তিত্বের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির শোক
দেশের অন্যতম ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি। বুধবার জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিমাংশু সাহা এক বার্তায় শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।