Logo
HEL [tta_listen_btn]

ধলেশ্বরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধলেশ্বরী নদীর তীরে ২য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ পুরান ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় এক্সাভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় ২টি পাকা দোতলা ভবনসহ অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা। দখলমুক্ত করা হয় নদীর তীরের দখলকৃত জায়গা। অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারি পরিচালক এসএম সাজেদুর রহমান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্টেট রফিকুল হক জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদী রক্ষায় আমাদের সীমানা পিলার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার ২টি পাকা দোতলা ভবনসহ ৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরআগে বুধবার (২৬ জুন) আরো ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীকে তার পুরনো সীমানায় ফেরানোর জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া জায়গায় মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে ও বৃক্ষরোপণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com