যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ’ ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ জুন) বন্দরের মদনপুরের চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. সোয়েব (৪৫)। সে গোপালগঞ্জ সদরের মৃত শামসুল হকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত সোয়েব দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। এছাড়াও গ্রেফতরকৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ, রূপনগর, হাতিরঝিল এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।