ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকান্ড ঘটে। এসময় একে একে তেলের ড্রাম বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে উঠে। এদিকে, এ ঘটনায় ওই ট্রলারের ৪ শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, দুর্ঘটনার কবলে পরা ট্রলারটির নামে এম.ভি মনপুরা। বুধবার এই ট্রলারটি নিয়ে ৫ জন নারায়ণগঞ্জ মেঘনা ডিপোতে আসে। তারা হলেন, বাকের মাঝি, খায়রুল মিস্ত্রি, বাবুল মোল্লা, খোকন ও কামাল। এদের মধ্যে আহত অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরেক কর্মচারী বাকের মাঝি নিরাপদে সরে আসতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে বাকি ৩ জন। যদিও ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনার পর একটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এখনো ওই লাশের কোন পরিচয় শনাক্ত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, দুপুর দেড়টার দিকে তেলবাহী ট্রলারে আগুনের সূত্রপাত হয়। একেকটি ড্রাম ২শ’ লিটার ধারণ ক্ষমতার ছিলো, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। ট্রলার ছাড়া আগুন আর কোথাও ছড়াতে পারেনি। ৩ জন লোক নিঁখোজ ছিলো, আমরা একজনের লাশ উদ্ধার করেছি।
মেঘনা ডিপোর উপ-মহাব্যবস্থাপক লুৎফর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তেল নিতে এখানে আসে। দেড়টার দিকে তেল নেয়া শেষ হলে সবাই পাইপ তুলে নিয়ে লাঞ্চের জন্য চলে যায়। এমন সময় জেটি থেকে ২০-৫০ ফিট দূরে যেতেই ট্রলারে আগুন ধরে যায়। সেখানে লোক ছিলো ৫ জন। আমাদের ডিপোতে যথেষ্ট পরিমানে ফায়ার ফাইটিং সামগ্রী আছে, আমরা তৎক্ষনাত আগুন নেভানোর কাজ শুরু করি এবং ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশকে খবর দেই। আমার জানা মতে, একজন নিহত, একজন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছে।
ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এসময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বাকি ৩ জনের ব্যাপারে এখনো জানি না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম মিয়া জানান, ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে রাখা একটি তেলবাহী ট্রলারে আগুন লেগেছে। একজন আহত দেখেছি, একজন নিহতের সংবাদ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।