Logo
HEL [tta_listen_btn]

আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা: এজাহারনামীয় ২ আসামী গ্রেফতার

ফতুল্লার কাশীপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া (৬৫) হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার সূত্র ধরে এজাহারনামীয় ২ আসামী বাপ্পি ও জামালকে শনিবার (২৯ জুন) দুপুরে গ্রেফতার করেছে। এরআগে শুক্রবার (২৮ জুন) দিবাগত রাতে নিহতের ছেলে মুন্না বাদি হয়ে সন্ত্রাসী সালু, হীরা, তমাল, শফর আলিসহ প্রায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামী করে এ হত্যা মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ফতুল্লার উত্তর কাশীপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার ২ ছেলেসহ ৪ জন। তারা হলেন, সুরুজ মিয়ার ২ ছেলে মো. জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০) এবং অটোরিকশা চালক মো. রাসেল (৩২) ও শাকিল (৩০)। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী সালু, হিরা লোকজন নিয়ে এই হত্যাকানাড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ-সম্পাদক। এছাড়া তিনি আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিও ছিলেন।
নিহত সুরুজ মিয়ার ভাগিনা নুর হোসেন লিখন ও আহত জনির ভাতিজা রিয়াজ উদ্দিন জানান, তাদের বাড়ি ফতুল্লার উত্তর কাশীপুর আলীপাড়া গ্রামে। তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা রয়েছে। ব্যবসা নিয়ে এলাকার সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে তাদের বিরোধ ছিল। সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে গিয়ে সকালে চাঁদা দাবি করে। ওই ভবনের মালিক এলাকার বিষয়টি নিয়ে সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এটি নিয়ে সুরুজ মিয়া হিরা ও সালুকে শাসন করেন।
তারা আরও জানান, এর জের ধরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সুরুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় সালু, হিরাসহ ২০-২৫ জনের একটি দল। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুরুজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে ছেলেসহ স্বজনরা এগিয়ে গেলে তাদেরকেও আঘাত করে ঘাতকরা। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com