জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক একটি বিষয়, যে নেত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এমন অবদান থাকার পরও তাকে সাঁজা দিয়েছে। আমাদের সেই নেত্রী আজ জীবনের সাথে সংগ্রাম করছেন। এটি জাতির জন্য লজ্জাজনক। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল পৌনে ৩টায় ওলামা দলের গোলাম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে গিয়াসউদ্দিন বলেন, এ সরকার লজ্জাজনক অবস্থার সৃষ্টি করেছে যা রাজনৈতিক ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। সেই স্বপ্ন বুকে ধারণ করেছেন আমাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে যাব। স্বৈরাচারী সরকারের পতনে সংগ্রাম করে যাবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।