সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকার মহাসড়কের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১ সাপ্তাহ আগে ওই নারীর লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।