বন্দরে ২ কেজি গাঁজাসহ আরিফ মোল্লা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ জুন) রাত ৮টায় বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর সড়কের কুড়িপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি আরিফ মোল্লা বন্দর থানার ঢাকেশ্বরী নতুন বাজার এলাকার মৃত রমজান মোল্লা মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন খান বাদি হয়ে রোববার (৩০ জুন) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করেন।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আরিফ মোল্লার দেহ তল্লাশী চালিয়ে বাজারের ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।