বন্দরে গৃহবধূ, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি (হাবিব নগর) এলাকা থেকে গৃহবধূ সাথী আক্তার (১৮) ও তার ছোট বোন মীম (১১) নামে এক কিশোরী টেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রোববার (৩০ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর স্বামী ও নিখোঁজ কিশোরীর পিতা বাদি হয়ে বন্দর থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন।
থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি (হাবিব নগর) এলাকার শাওন মিয়ার স্ত্রী সাথী আক্তার ও তার ছোট বোন মীম ট্রেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ সাথী আক্তার ও মীম উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেন কাজী মেয়ে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ ২ বোনের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।