সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া এলাকা থেকে শনিবার (২৯ জুন) লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (৩০ জুন) রাতে সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।
এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এস এম কামরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া নারীর লাশটি বেশ পঁচে গিয়েছে। যার দরুণ লাশের পরিচয় অনুসন্ধানে সময় বেশী লাগছে।
তিনি আরো বলেন, লাশটি বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা লাশের পরিচয় অনুসন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।