বন্দরে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে কুখ্যাত মাদক কারবারি সাগর (৪৫) ও একই থানার দেউলী এলাকার আব্দুল লাফন মিয়ার ছেলে অপর মাদক কারবারি মোক্তার (৪৫)। রোববার (৩০ জুন) রাত ৮টায় বন্দর থানার কুড়িপাড়া বটতলাস্থ বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে গাঁজা ব্যবসায়ী মোক্তারকে ও একই রাত সাড়ে ৯টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ সাফা ফুডজোনের সামনে থেকে অপর কুখ্যাত মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সাদ্দাম মোল্লাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বন্দর থানার কুড়িপাড়া বটতলা বায়তুল আমান জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোক্তারকে গ্রেফতার করে। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অপর উপ-পরিদর্শক মো. শহিদুলসহ সঙ্গীয় ফোর্স একই রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ সাফা ফুডজোনের সামনে অভিযান চালিয়ে ১শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।