নগরীতে হাত বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। নিহত তরুণের নাম দ্বীন ইসলাম। ৩২ বছর বয়সী এ যুবক সাভারের হেমায়েতপুরের আদম আলীর ছেলে বলে জানায় পুলিশ।
ওসি শাহাদাত বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, এ তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন। নিহত যুবকের দু’চোখ, মাথা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাত ছিল বাঁধা। প্রাথমিকভাবে এই তরুণ হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।