বন্দরে আলোচিত মনিরুজ্জামান মনু (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ২ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে হত্যা মামলার ৯নং এজাহারভুক্ত আসামী ফরহাদ (২১) ও তার বড় ভাই মামলার ১০নং এজাহারভুক্ত আসামী ফয়সাল (২৫)। মঙ্গলবার (২ জুলাই) ভোরে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের নয়াপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বন্দর থানা হাজতে পুলিশ হেফাজতে রয়েছে। এরআগে ৭ জুন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে ও পিটিয়ে এ নৃংশস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদি হয়ে সন্ত্রাসী মনির, মিঠু ও টিটুসহ ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ মনুকে ঘর থেকে বের করে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে। এ মামলার এজাহারভুক্ত আসামী ফরহাদ ও ফয়সালকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় মোট ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।