বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো, বন্দর থানার চৌরাপাড়া এলাকার দিলু আহাম্মেদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তামিম (৪৪), একই এলাকার আব্দুল সোবান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাদশা (৪৮), মদনপুর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সাইফুল ইসলাম (৩৪), বন্দর কলোনী এলাকার শাহআলম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলামিন (৩৪), বন্দর রূপালী মাদ্রাসা গল্লী এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হীরা (৩২) ও বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কেএনসেন রোড কলাবাগান এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে শাওন (২৮)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।