বিগত কয়েকদিন থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও হচ্ছে বৃষ্টি। সারাদিন বৃষ্টির কারণে বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কমেছে। এতে করে পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে সব রকম সবজির দাম। বাজারে সরবরাহ কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২ জুলাই) নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, টমেটো, শসা, লাউ, শালগম, ফুলকপি, বাধাকপি, ঢেঁড়স, ঝিঙা, পটল, বরবটি, করলা, ঝিঙা, পটল, বরবটি, করলাসহ প্রায় সব ধরনের সবজির দামই ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি শসা ৮০-১শ’ টাকা, কাঁচা মরিচ ২শ’ ৪০ টাকা, ধনেপাতা ৩শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। প্রতি কেজি টমেটো ১শ’ ৫০-২শ’ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১শ’ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা কেজিতে, যা আগে ছিল ৭০ টাকা। ঝিঙা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। উস্তে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা কেজিতে, যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, যা আগে ছিল ৪০-৫০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা কেজিতে, যা আগে ছিল ৮০ টাকা। কচুরমুখী ৯০-১শ’ ১০ টাকায় বিক্রি হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।