সোনারগাঁয়ে দু’দিনের বিশেষ অভিযানে ১৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুলাই) এবং বুধবার (৩ জুলাই) সারাদিন উপজেলার সাদিপুর, মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এসব এলাকায় দীর্ঘদিন ধরে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ নিয়েছিল। এতে রাজস্ব হারাচ্ছিল সরকার। এছাড়া এলাকার শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস যাচ্ছিলো না। ফলে শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি করেন। সেই কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ অভিযান চালানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।