নারায়ণগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। আম-কাঁঠাল-লিচুর এই মৌসুমে নানা ধরনের ফুল-ফল ও ঔষুধি গাছের চারা ও বিজ নিয়ে বৃক্ষ মেলাটি চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (৪ জুলাই) নগরীর চাষাঢ়া এলাকায় জিয়া হল প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলার প্রাঙ্গণ। মেলায় ঢুকতে লাগবে না প্রবেশ ফি। মেলায় বিভিন্ন স্থান থেকে নার্সারীগুলো স্টল দিয়েছে। মেলায় এবার প্রায় কয়েক হাজারের গাছের সমারোহ দেখা মিলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
তারা জানান, মেলাটি ২৪ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। আমরা চেষ্টা করবো পুরো মাস সময় বৃদ্ধি করতে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।