বন্দরে পারিবারিক কলহের জের ধরে ঘুমান্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক টিকটকারের লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী অপর টিকটকার শিখা খান (২৯) এর বিরুদ্ধে। পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় টিকটকার শিখা খানকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে সাথে আহত টিকটকার শাকিল বেপারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন। আহত শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিব মাদারীপুর জেলার একই থানার নয়াকান্দী কাঠেরপুল এলাকার মিন্টু বেপারীর ছেলে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শিখা খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে। সে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্রে জানা গেছে, ২ বছর পূর্বে মাদারীপুর জেলার একই থানার নয়াকান্দী কাঠেরপুল এলাকার মিন্টু বেপারীর ছেলে টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে শিখা খানের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। টিকটকার শিখা খানের পূর্বে আরো ২টি বিয়ে হয়। এছাড়াও টিকটকার শাকিল খান ওরফে জুনিয়র সাকিব বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ৪টায় টিকটকার শিখা খান ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তার স্বামী টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে লিঙ্গ কর্তন করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।