নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬০ বস্তা বর্জ্য পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টায় হাসপাতালের পিছনের অংশে এই বর্জ্য পুড়িয়ে ফেলার কার্যক্রম শুরু হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্মকর্তা আবুল বাসারসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
কার্যক্রম বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, এটা আমাদের কার্যক্রমের একটি অংশ। স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়েই আমরা এই কার্যক্রম করছি। করণাকালীন সময়সহ আরো কিছু ওয়েস্টেজ মাল যেমন রোগীদের মশারী, বেডশিট, মেট্রেস, পোশাক, কিছু মেয়াদোত্তীর্ণ ওষুুধ, ওষুদের খালি খোসাসহ কছু বর্জ্য পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে আগুন যাতে না ছড়ায় এবং নিয়ন্ত্রণে থাকে তাই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমাদের সাথে কাজ করছে। এখানে প্রায় ৫০-৬০ বস্তা মালামাল পুড়িয়ে ফেলা হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইফুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই কার্যক্রম বিষয় জানিয়েছেন। আমর আসার পরই এই কার্যক্রম শুরু হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।