Logo
HEL [tta_listen_btn]

বন্দরে মেয়ের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

বন্দরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলা) সকালে বন্দর ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। তারা হলেন, আবেদী (৬৭) এবং তার মেয়ে শিল্পী বেগম (৩৮)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহমুদনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে শিল্পী বেগম শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে স্ট্রোক করলে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর ১০ মিনিট পর মেয়ের মৃত্যুর খবর পেয়ে মা আবেদী বেগম মেয়েকে দেখার জন্য বাসা থেকে বের হওয়ার পর সেও স্ট্রোক করে ঘটনাস্থলেই ঢলে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। একই দিনে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com