সিদ্ধিরগঞ্জে আবির হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া এলাকার নিহতের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সালাম বলেন, আমরা জানতে পেরেছি নিহত যুবক দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। এর মাঝে শুক্রবার সকালে বাঁশের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছিলো। পরে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চাইলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।