সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) সোয়া ১২টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা টানা আন্দোলন করলেও রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ শহরে আজকের আগে শিক্ষার্থীরা সড়কে নামেনি। মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের নাসিমা সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাতি আক্তার, তানজিলা আক্তার, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মৌমিতা নূর, সৃজয় সাহা, সরকারি তোলারাম কলেজের সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সৌরভ সেনসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।