বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরমান উদ্দিন শিশির (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে বন্দর থানার কদম রসুল এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান উদ্দিন শিশির বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার মৃত সোহেল ওরফে মোসায়েব মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে সোমবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।