Logo
HEL [tta_listen_btn]

কোটা সংস্কার আন্দোলন: সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী সোনারগাঁ সরকারি কলেজের সামনে জড়ো হয়। তারা কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। ‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ শিক্ষার্থীদের এমন সেøাগানে মুখরিত হয়ে উঠে মহাসড়ক এলাকা। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এসময় সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পরে। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়ার অভিযোগ উঠে। তবে ছাত্রলীগ নেতার দাবি, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ণ করা হচ্ছে। আমরা কোটা প্রথার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।
সোনারগাঁ থানার পরিদশর্ক (তদন্ত) মহসিন মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com