Logo
HEL [tta_listen_btn]

বন্দরে কভার্ডভ্যানচাপায় অটোযাত্রী আহত

বন্দরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী রেনু বেগম (৩৫) নামে এক গৃহবধূ আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত গৃহবধূ রেনু বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। আহত গৃহবধূ রেনু বেগম বন্দর উপজেলার আলীনগর এলাকার আক্তার মোল্লা মিয়ার মেয়ে। সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় বন্দর থানার ফরাজীকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত কর্ভাডভ্যানসহ চালক রাসেল (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রাজগুরু এলাকার শফিউল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টায় একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো ন-১৪-৭১২২) চিপস নিয়ে কাঁচপুর থেকে মুন্সিগঞ্জ কমলাঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে দুপুর দেড়টায় কভার্ডভ্যানটি বন্দর থানার ফরাজীকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় হঠাৎ যাত্রীবাহী অটোরিকশাকে আচমকা ধাক্কা দিলে অটো যাত্রী রেনু বেগম মারাত্মকভাবে আহত হয়।
আহত যাত্রী রেনু বেগমের বড় ভাই রতন মোল্লা জানায়, আমার বোনের অবস্থা আশংকাজনক। তার মুখের ৩টি দাঁত পড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com