ছাত্র আন্দোলনের পর অপরিচ্ছন্ন নারায়ণগঞ্জ শহরকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। রাজপথ থেকে শুরু করে সব জায়গায় তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, ময়লা পরিষ্কার, যে কোনো প্রকার অপ্রীতিকার ঘটনা ঠেকানোসহ নানা সেবামূলক কাজ করছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখা যায় এই চিত্র।
নারায়ণগঞ্জ বিজয়স্তম্ভ থেকে শুরু করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, নারায়ণগঞ্জ ডিসি থিম পার্ক, শিবু মার্কেট এলাকাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। কেউ কেউ আবার শহীদ মিনার বেদিকে আপন রঙ তুলিতে সাজিয়ে তুলছে। আবার নগরীর বিভিন্ন স্থানে গাছ রোপন করার মতও চিত্র দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের দায়িত্ব আনসার বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরা পালন করছে। এসকল কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণ গেলে দেখা যায়, শিক্ষার্থীরাই নিজ উদ্যোগে শহীদ মিনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করার কাজ করছে। আবার কেউ পরিষ্কার স্থানে আপন রঙ তুলি দিয়ে সাজিয়ে তুলছে প্রিয় মিনারকে। অন্যদিকে নগরীর বিভিন্ন সড়কে ছাত্র সমাজের উদ্যোগে বিভিন্ন গাছ রোপন করার চিত্রও দেখা গেছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানান, আমরা কোন স্বার্থের জন্য কাজ করছি না। নিজ উদ্যোগে আমাদের দেশের মানুষের কল্যাণে ও নিজ দেশকে পুনরায় সাজাতে কাজ করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আমি একজন শিক্ষার্থী হিসেবে এটা আমারও দায়িত্ব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।