Logo
HEL [tta_listen_btn]

বহাল তবিয়তে শীর্ষ সন্ত্রাসী গুলু মেম্বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া আদমজীর শীর্ষ সন্ত্রাসী ও শামীম ওসমানের সহযোগী গোলাম মো. গুলু মেম্বার রয়েছেন এখনো বহাল তবিয়তে। আওয়ামী লীগের শাসনামলে সাবেক এমপি শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় গুলু মেম্বার আদমদীর ঝুট সেক্টরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এককভাবে আধিপত্য বিস্তার করেন। শুধু ঝুট সেক্টরই নয় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডেও লিপ্ত ছিলেন এই গুলু মেম্বার। আদমজী ইপিজেড থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের পর্যন্ত জিম্মি করে রেখেছিলেন এই গুলু মেম্বার। স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ত্যাগের কথা শোনামাত্রই তিনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির লেবাস গায়ে দিয়েছেন। বিশাল অর্থের বিনিময়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিক দল নেতা এস এম আসলামকে ম্যানেজ করে তিনি এখন বিএনপি নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাঁ ঢাকা দিলেও শীর্ষ ঝুট সন্ত্রাসী গুলু মেম্বার বিশাল অর্থের বিনিময়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিক দল নেতা এস এম আসলামকে ম্যানেজ করে আদমজী চষে বেড়াচ্ছেন।
এদিকে নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর যাবত আমরা হামলা-মামলায় জর্জরিত হয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। আর এখন আসলামের মতো নেতারা নিজের আখের গুছাতে আওয়ামী ঝুট সন্ত্রাসীদের সাথে আঁতাত করছে। আমরা এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন ও দলের হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com