Logo
শিরোনাম
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায় মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট সন্ত্রাসীদের আটক করতে না.গঞ্জসহ সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রশাসন নিরব থাকলে ছাত্র-জনতা উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে: আব্দুল্লাহ আল আমিন মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে শ্রমিক হত্যা: হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা

সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় আরও আসামী করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ১৮৭ জনকে। এছাড়া অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামী করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় এ মামলা করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় মামলাটি করেন নিহত জনির বাবা ইয়াসিন। এর সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান পিপিএম।
মামলায় উল্লেখ করা হয়, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের কাজ করতেন। ২০ জুলাই আন্দোলন পন্ড করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে পিস্তল, শর্টগান, ককটেল, লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ও মারধর করে তারা। এতে ওইদিন বিকেল ৫টার দিকে কাঁচপুর সেতুর ঢালে বুকে দু’টি গুলিবিদ্ধ হয় জনির। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ মামলায় যাদের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৭) পিতা-মৃত শেখ মজিবুর রহমান; সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩) পিতা-আশরাফ আলী খাঁন গ্রাম- মনিপুরী পাড়া, উপজেলা/থানা- তেজগাঁও; সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের(৭২) পিতা-মোশারফ হোসেন গ্রাম- বড় রাজাপুর, উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা -নোয়াখালী; হাসান মাহমুদ (সাবেক তথ্যমন্ত্রী) (৫২), এ.কেএম. শামীম ওসমান (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসন)(৬৩) পিতা-মৃত এ.কেএম. শামসুজ্জোহা; অয়ন ওসমান(৩৩) পিতা-এ.কে. এম. শামীম ওসমান, হিরামহল উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ; আজমেরী ওসমান(৫০) পিতা-মৃত নাসিম ওসমান, নজরুল ইসলাম বাবু (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২)(৫৪); গোলাম দস্তগীর গাজী (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১, রুপগঞ্জ)(৭২); রবিউল আলম রনি (সাবেক সেক্রেটারী)(৪২) (নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি); জাহাঙ্গীর(৪৬) পিতা-মৃত কুদ্দুস স্থায়ী: (পশ্চিম বেহাকৈর), উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুল্লাহ আল-কায়সার(৪৭) পিতা-মৃত আবুল হাসনাত স্থায়ী: (মোগরাপাড়া), উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মাহফুজুর রহমান কালাম(৫২) পিতা-মৃত সাজু মোল্লা মাতা- স্থায়ী: গ্রাম- গোহাট্টা, উপজেলা/থানা- সোনারগাঁ; ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম(৪৫) পিতা-আবুল খায়ের মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; রফিকল ইসলাম নান্নু (সভাপতি যুবলীগ)(৪৭) পিতা-মৃত সম্ভু মাতা- স্থায়ী: গ্রাম- গোহাট্টা, উপজেলা/থানা- সোনারগাঁ; সোহাগ রনি(৪৪) পিতা-তোতা মেম্বার মাতা- স্থায়ী: গ্রাম- ফুলবাড়ীয়া, উপজেলা/থানা- সোনারগাঁ; মোশারফ হোসেন(৫৫) পিতা-মৃত ওমর আলী মিস্ত্রী মাতা- স্থায়ী: (সোনাপুর, পোঃ কাঁচপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; নুরে আলম খাঁন(৪৫) পিতা-মুছলিম খাঁন মাতা- স্থায়ী: (কাঁচপুর খাঁন বাড়ী) , উপজেলা/থানা- সোনারগাঁ; বাবুল ওমর(৪৮) পিতা-মৃত ওমর আলী মিস্ত্রী মাতা- স্থায়ী: (সোনাপুর, পোঃ কাঁচপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোস্তাফিজুর রহমান মাসুম(৪৬) পিতা-মৃত সাজু মোল্লা মাতা- স্থায়ী: গ্রাম- গোহাট্টা, উপজেলা/থানা- সোনারগাঁ; আল আমিন সরকার(৫০) পিতা-মৃত কাশেম সরকার মাতা- স্থায়ী: গ্রাম- পঞ্চবটি (হামছাদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুর রউফ(৬০) পিতা-মৃত ইয়াকুব আলী মাতা- স্থায়ী: (ইসলামপুর, সম্ভূপুরা) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ রাসেল(৩৮) পিতা-মৃত নাছির মেম্বার মাতা- স্থায়ী: গ্রাম- চরহোগলা, উপজেলা/থানা- সোনারগাঁ; নাছির উদ্দিন নাছির(২৭) পিতা-আবুল হোসেন ভেন্ডার মাতা- স্থায়ী: (কাঁচপুর দক্ষিষপাড়া, বিসিক) , উপজেলা/থানা- সোনারগাঁ; ইউসুফ দেওয়ান(৫০) পিতা-সামসুল হক মাস্টার মাতা- স্থায়ী: গ্রাম- পরমেশ্বদী, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মোতালেব হোসেন স্বপন(২২) পিতা-লাল মিয়া মাতা- স্থায়ী: (পাটালপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ কামাল মেম্বার(৪৮) পিতা-মৃত মোহাম্মদ মেম্বার মাতা- স্থায়ী: (দলরদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; আবু সাঈদ(৩৮) পিতা-আবুল খায়ের মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ আলী হায়দার(৫০) পিতা-মোহাম্মদ বাচ্চু মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- সনমান্দি, উপজেলা/থানা- সোনারগাঁ; মোবারক হোসেন(৪১) পিতা-শহিদুল্লাহ (স্বর্ণকার) মাতা- স্থায়ী: গ্রাম- ফতেপুর (দড়িকান্দি) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোস্তফা(৩০) পিতা-শহিদুল্লাহ মাতা- স্থায়ী: (ফতেপুর দড়িকান্দি) , উপজেলা/থানা- সোনারগাঁ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: (নয়া যাত্রাবাড়ী, বাংলাবাজার) , উপজেলা/থানা- সোনারগাঁ; তাইজুদ্দিন(৫৫) পিতা-তারা মিয়া মাতা- স্থায়ী: (মহজমপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; শ্যামল ভূইয়া(৫৫) পিতা-ফজলুল ভূইয়া মাতা- স্থায়ী: (শেখেরহাট) , উপজেলা/থানা- সোনারগাঁ; সাগর(৪০) পিতা-আবু সিদ্দিক মাতা- স্থায়ী: (কাবিলগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; আবু নাঈম ইকবাল(৫২) পিতা-মৃত তমিজ উদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- ভবনাথপুর (উদ্ভবগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মানিক(৩৮) পিতা-মৃত তমিজ উদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- দত্তপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ নূরুদ্দীন সরকার(৬০) পিতা-মৃত হাবী সরকার মাতা- স্থায়ী: (নাগপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; রফিক মেম্বার(৩৫) পিতা-মৃত চাঁন মিয়া মাতা- স্থায়ী: (বরাব) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মোবারক হোসেন(৪৫) পিতা-মৃত আব্দুল বাকী মিয়া মাতা- স্থায়ী: (বস্তল) , উপজেলা/থানা- সোনারগাঁ; তাজুল ইসলাম(৫৫) পিতা-মৃত ছাদেক আলী মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ শাহাবুদ্দিন (শাবু)(৫০) পিতা-মৃত আব্দুল হাকিম মাতা- স্থায়ী: (ইলিয়াসদী, দড়িকান্দী) , উপজেলা/থানা- সোনারগাঁ; ফারুক ওমর(৪২) পিতা-মৃত ওমর আলী মিস্ত্রী মাতা- স্থায়ী: (সোনাপুর, পোঃ কাঁচপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ। মোঃ সফি(৪৫) পিতা-মৃত মোহাম্মদ আলী মাতা- স্থায়ী: (খাসনগর দীঘীরপাড়) , উপজেলা/থানা- সোনারগাঁ; নবী হোসেন(৪০) পিতা-মৃত শহীদ্ল্লুাহ মাতা- স্থায়ী: গ্রাম- চরহোগলা, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মিজানুর রহমান (ছাত্রলীগ সভাপতি স.ইউ.পি)(৪২) পিতা-ইব্রাহীম কেরানী মাতা- স্থায়ী: (চরলাল বাংলাবাজার) , উপজেলা/থানা- সোনারগাঁ; লিটন খাঁন(৪৮) পিতা-জহির খাঁন মাতা- স্থায়ী: (২নং ওয়ার্ড, কাঁচপুর বাজার) , উপজেলা/থানা- সোনারগাঁ; মাহবুব খাঁন(৫০) পিতা-বারেক মাতা- স্থায়ী: গ্রাম- সেনপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; শাহ আলম খাঁন(৪৯) পিতা-মৃত আমিন উদ্দিন খাঁন মাতা- স্থায়ী: (কাঁচপুর নয়াবাড়ী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মতিন খাঁন (শিল্পপতি মতিন)(৪৮) পিতা-মৃত মগা খাঁন মাতা- স্থায়ী: (কাঁচপুর খান বাড়ী) , উপজেলা/থানা- সোনারগাঁ; শাহীন উরয়ে লগ্গী শাহীন(৪৫) পিতা-মৃত আনিছ উদ্দিন মাতা- স্থায়ী: (গোয়ালদী লালের বাড়ী) , উপজেলা/থানা- সোনারগাঁ; হারুন শেখ(৪১) পিতা-মৃত ছাত্তার শেখ মাতা- স্থায়ী: (চর কিশোরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ করিম(৪৬) পিতা-মৃত বাতেন মাতা- স্থায়ী: (চর হোগলা) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ সবুজ(৪১) পিতা-ইমান হোসেন মাতা- স্থায়ী: (চর হোগলা) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ সোহেল(৪৮) পিতা-মৃত আব্দুর রহিম মাতা- স্থায়ী: (পশ্চিম চর হোগলা) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ জসিম উদ্দিন(৫৫) পিতা-মৃত আঃ রহমান মাতা- স্থায়ী: (ইলিয়াসদী দড়িকান্দি) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ বিল্লাল(৩৫) পিতা-জসিম উদ্দিন মাতা- স্থায়ী: (ইলিয়াসদী দড়িকান্দী) , উপজেলা/থানা- সোনারগাঁ; কামরুল হাসান(৪৫) পিতা-মৃত আঃ ছামাদ মাতা- স্থায়ী: (কাফরদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ রবিন (সভাপতি ছাত্রলীদ সোনারগাঁ পৌরসভা)(৪০) পিতা-মজিবুর রহমান মাতা- স্থায়ী: (খাসনগর দীঘিরপাড়) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ রাজীব(৪২) পিতা-হাবিবুল্লাহ মাতা- স্থায়ী: (কাফরদী মোগরাপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ দ্বীন ইসলাম(৩৭) পিতা-লোকমান বেপারী মাতা- স্থায়ী: (কাফরদী মোগরাপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; সুজন(৪২) পিতা-আক্কাস আলী মাতা- স্থায়ী: (খাসনগর দীঘিরপাড়) , উপজেলা/থানা- সোনারগাঁ; ফজলে রাব্বী(৫২) পিতা-তমিজ উদ্দিন মাতা- স্থায়ী: (পৌর ভবনাথপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; হামিম শিকদার শিপলু(৫০) পিতা-মুকবুল হোসেন শিকদার মাতা- স্থায়ী: গ্রাম- পাকুন্দা , উপজেলা/থানা- সোনারগাঁ; হুমায়ুন কবির ভূইয়া(৫৫) পিতা-মৃত দুলা ভূইয়া মাতা- স্থায়ী: গ্রাম- পাকুন্দা , উপজেলা/থানা- সোনারগাঁ; সোলায়মান হোসেন (সুজন)(৪২) পিতা-মৃত ছত্তর (সম্পাদক যুবলীগ) মাতা- স্থায়ী: (চরলাল) , উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুর রশিদ মোল্লা(৬০) পিতা-মৃত হাতেম আলী মাতা- স্থায়ী: (নানাখী) , উপজেলা/থানা- সোনারগাঁ; সালাতুজ্জামান (মাউন্না)(৪৭) পিতা-ফজলুল হক মাতা- স্থায়ী: (নানাখী) , উপজেলা/থানা- সোনারগাঁ; আশিক সরকার(৩১) পিতা-রূপ মিয়া মাতা- স্থায়ী: (নয়াপুর কাঠালিয়াপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; রমজান মেম্বার(৪২) পিতা-মোহাম্মদ আলী মাতা- স্থায়ী: (আমগাঁও) , উপজেলা/থানা- সোনারগাঁ; বাদল মিয়া(৩৮) পিতা-আব্দুল আউয়াল মাতা- স্থায়ী: (গোলনগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; ওসমান @ ওসান(৫০) পিতা-ইউসুফ আলী মাতা- স্থায়ী: (বিঞ্চপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; শামীম রেজা(৪৬) পিতা-মৃত শাহাবুদ্দিন মাতা- স্থায়ী: (মৃত শাহাবুদ্দিন) , উপজেলা/থানা- সোনারগাঁ; জাবেদ রায়হান জয়(৪৪) পিতা-মৃত শাহাবুদ্দিন মাতা- স্থায়ী: (হাবিবপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; আবুল মেম্বার(৫০) পিতা-সাইজদ্দিন মাতা- স্থায়ী: (হাবিবপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; হারুন(৩২) পিতা-মৃত নুর মোহাম্মদ মাতা- স্থায়ী: গ্রাম- টিপুরদী, উপজেলা/থানা- সোনারগাঁ; মাসুম চৌধুরী (সাবেক ভাইস চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা)(৪৭) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: , উপজেলা/থানা- সোনারগাঁ; বিল্লাল হোসেন(৪৭) পিতা-রশীদ মিয়া মাতা- স্থায়ী: (হাবিবপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; সজীব(৩৮) পিতা-বাদশা মিয়া মাতা- স্থায়ী: (ঈশ্বরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; করিম(৫০) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (বাড়ীমজলিশ) , উপজেলা/থানা- সোনারগাঁ; এস. কে. সজীব(৩৫) পিতা-চাঁন মিয়া মাতা- স্থায়ী: (গোহাট্টা) , উপজেলা/থানা- সোনারগাঁ; আলী আকবর মেম্বার(৭০) পিতা-মৃত আহম্মেদ আলী মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; সেলিম রেজা(৪৮) পিতা-আলী আকবর মাতা- স্থায়ী: (প্রতাপেরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ কামরুজ্জামান ভূইয়া (মেম্বার)(৪৫) পিতা-আব্দুল হাসেম ভূইয়া মাতা- স্থায়ী: (মুছারচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মনির(৪৪) পিতা-মৃত আলী আকবর বেপারী মাতা- স্থায়ী: (ঝাউচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; আল আমিন(৩২) পিতা-মৃত শহিদুল্লাহ মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; বাদশা(৪৮) পিতা-খবির উদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; আনিছ(৩৫) পিতা-সাদেক হোসেন মৌলভী মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ, জেলা -নারায়ণগঞ্জ; বিল্লাল হোসেন(৪২) পিতা-মৃত সামসুল হক মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; জসিম(৩২) পিতা-মৃত আলী আকবর মেম্বার মাতা- স্থায়ী: (প্রতাপেরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; লুৎফর রহমান(৪৫) পিতা-আব্দুল হাই (সুরজত আলী) মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; সিরাজুল ইসলাম(৫০) পিতা-মৃত ফজল মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; তানভীর(৪২) পিতা-মৃত আলাউদ্দিন মাতা- স্থায়ী: (নাগেরগাঁও) , উপজেলা/থানা- সোনারগাঁ; আরিফ(৪২) পিতা-আতিকুল্লাহ মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; আবু হানিফ(৩৮) পিতা-মৃত সিরাজুল ইসলাম মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; ফিরোজ মোল্লা(৬৫) পিতা-মৃত চাঁন মিয়া মাতা- স্থায়ী: (মোল্লাগ্রাম, পিরোজপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; নেকবর মেম্বার(৫০) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: গ্রাম- ভবনাথপুর, উপজেলা/থানা- সোনারগাঁ। মোঃ মোশারফ হোসেন (৩৭) পিতা-মোঃ তাজুল ইসলাম মাতা- স্থায়ী: গ্রাম- ভবনাথপুর, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ কবির হোসেন(৪০) পিতা-মোঃ মিছির আলী মাতা- স্থায়ী: গ্রাম- ভবনাথপুর, উপজেলা/থানা- সোনারগাঁ; মোশারফ(৩৮) পিতা-মজি মাতা- স্থায়ী: (গঙ্গানগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; সফি(৪৫) পিতা-মৃত সদর আলী মাতা- স্থায়ী: (গঙ্গানগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মিনটু(৪০) পিতা-সালমত মিস্তী মাতা- স্থায়ী: (প্রতাপেরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; কামাল হোসেন (৪৮) পিতা-মৃত মোশারফ উল্লাহ, চেয়ারম্যান (মিহিন উল্লাহ) মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ গনি(৪৫) পিতা-ইসলাম মাতা- স্থায়ী: (কাদিরগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ, জেলা -নারায়ণগঞ্জ; মাসুদ রানা(৫১) পিতা-মৃত-পানাউল্লাহ বেপারী মাতা- স্থায়ী: (ইষ্টার্ন দড়িকান্দি) , উপজেলা/থানা- সোনারগাঁ; অন্তর ওরফে আকের(৩৫) পিতা-মৃত-জজ মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুল গাফফার(৩৮) পিতা-মতিন মাতা- স্থায়ী: (ইমানের কান্দি) , উপজেলা/থানা- সোনারগাঁ; রহিম মিয়া(৪৫) পিতা-আব্দুল খালেক মাতা- স্থায়ী: (গোলনগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মাহফুজ(৪০) পিতা-জসিম মেম্বার মাতা- স্থায়ী: (গোলন নগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মামুন(৩৫) পিতা-ইদ্রিস আলী মাতা- স্থায়ী: (গোলন নগর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ ইসহাক মিয়া সভাপতি সনমান্দী ইউপি আওয়ামীলীগ,(৬০) পিতা-মৃত-বশির উদ্দিন আহম্মেদ মাতা- স্থায়ী: গ্রাম- সোনারকান্দি, উপজেলা/থানা- সোনারগাঁ; বজলুর রহমান(৪০) পিতা-মৃত- কদরত আলী মাতা- স্থায়ী: গ্রাম- গাংকুল, উপজেলা/থানা- সোনারগাঁ; আমির হোসেন(৫৫) পিতা-রসু প্রধান মাতা- স্থায়ী: গ্রাম- কলতাপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; সোহরাব হোসেন (৫৫) পিতা-মৃত-রুস্তম আলী মাতা- স্থায়ী: (আলমপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ সামুল (৪২) পিতা-নুর ইসলাম মাতা- স্থায়ী: (তালতলা) , উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুর নূর(৫০) পিতা-নূরু রহমান মাতা- স্থায়ী: গ্রাম- হাতুড়াপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; দেওয়ান কামাল(৫৫) পিতা-বিল্লাল দেওয়ান মাতা- স্থায়ী: গ্রাম- আমবাগ, উপজেলা/থানা- সোনারগাঁ; ইবু(৫০) পিতা-মৃত- হাবিজ উদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- সেনপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; আরমান সিদ্দিকী(৪২) পিতা-আঃ মান্নান মাতা- স্থায়ী: গ্রাম- গোপেরবাগ, উপজেলা/থানা- সোনারগাঁ; সিরাজ মিয়া(৪২) পিতা-মৃত- রহিম উদ্দিন মাতা- স্থায়ী: (চেঙ্গাইন) , উপজেলা/থানা- সোনারগাঁ; নরুজ্জামান ওরফে নুইজ্জা(৪৫) পিতা-মৃত- বাদশা মিয়া মাতা- স্থায়ী: (বারপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; নবী হোসেন(৪৬) পিতা-মৃত-শহিদুল্লাহ মেম্বোর মাতা- স্থায়ী: গ্রাম- টেকপাড়া (টেকপাড়া আদি বাজার) , উপজেলা/থানা- সোনারগাঁ; ইসমাইল মেম্বোর(৫০) পিতা-কাজীম আলী মেম্বার মাতা- স্থায়ী: গ্রাম- গাবতলা, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ সোহেল(৪০) পিতা-মৃত ডাঃ সিরাজ উদ্দিন মাতা- স্থায়ী: (চেঙ্গাকান্দী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ জুয়েল(৩৮) পিতা-মৃত ডাঃ সিরাজ উদ্দিন মাতা- স্থায়ী: (চেঙ্গাকান্দী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ ইমরান(৪০) পিতা-মৃত জয়নাল মাতা- স্থায়ী: (বরাব) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ বাতেন() পিতা-মৃত হাবিজ উদ্দিন মাতা- স্থায়ী: (লক্ষীবরদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; নাজমুল খাঁন শান্ত(২৮) পিতা-দৌলত খাঁন মাতা- স্থায়ী: (বাড়িমজলিশ) , উপজেলা/থানা- সোনারগাঁ; আব্দুল আরাফাত(২৪) পিতা-মৃত আফজাল হোসেন মাতা- স্থায়ী: (বাড়ি মজলিশ) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ পায়েল(২৮) পিতা-মোঃ হরমুজ মাতা- স্থায়ী: (ছোট সাদিপুর) , উপজেলা/থানা- সোনারগাঁ; কাউছার ভূইয়া(৪৫) পিতা-মৃত ইউনুছ (যবলীগ নেতা) মাতা- স্থায়ী: (চরলাল) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ বাবুল(৩৫) পিতা-মৃত হাজী আঃ নূর মাতা- স্থায়ী: (পেকিরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; শাহাদাত হোসেন মেম্বার(৬০) পিতা-মৃত তাহের ভূইয়া মাতা- স্থায়ী: (দামোদরদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মল্লিক মঞ্জুর হোসেন (হিরু)(৪৫) পিতা-মৃত আব্দুল খালেক মাতা- স্থায়ী: গ্রাম- সাত ভাইয়াপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; ফয়সাল(৩০) পিতা-ছগির মেম্বার মাতা- স্থায়ী: (পেরাব) , উপজেলা/থানা- সোনারগাঁ; সালাম শিকদার(৫০) পিতা-ছাত্তার শিকদার মাতা- স্থায়ী: গ্রাম- পাকুন্দা , উপজেলা/থানা-; টারজান শিকদার(৫০) পিতা-মৃত দালু সিকদার মাতা- স্থায়ী: গ্রাম- পাকুন্দা , উপজেলা/থানা- সোনারগাঁ; আওলাদ(৩৫) পিতা-মৃত অনোয়ার আলী মাতা- স্থায়ী: (পেচাইন) , উপজেলা/থানা- সোনারগাঁ; সুলতান(৪৭) পিতা-ডা: নেহাল উদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- মালী পাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; রমজান(৪০) পিতা-মতলব মাতা- স্থায়ী: (ব্রাহ্মণবাওগা, টানপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; ইমাম উদ্দিন(৪০) পিতা-মৃত জহুর আলী মাতা- স্থায়ী: (পঞ্চবটি) , উপজেলা/থানা- সোনারগাঁ; ইমামদী(৪০) পিতা-মৃত জোহর আলী মাতা- স্থায়ী: (পঞ্চবটি) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোহাম্মদ(৪৫) পিতা-মৃত নূরুল ইসলাম মাতা- স্থায়ী: (হরিগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; সুমন(৩০) পিতা-মাসুদুল হোসেন মাতা- স্থায়ী: (হরিগঞ্জ) , উপজেলা/থানা- সোনারগাঁ; নূর আলম(৫০) পিতা-ইছব আলী (সভাপতি টাইগার ক্লাব ইছাপাড়া সোনারগাঁ) মাতা- স্থায়ী: (ইছাপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মনির হোসেন @ ফরমা মনির(৪২) পিতা-আবুল মিয়া মাতা- স্থায়ী: (বশিরগাঁও) , উপজেলা/থানা- সোনারগাঁ; দেলোয়ার হোসেন মেম্বার(৪৮) পিতা-কালু বেপারী মাতা- স্থায়ী: (মারবদী) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ ইসমাইল(৪১) পিতা-মোস্তফা মাতা- স্থায়ী: (চেঙ্গাকান্দী বারদী) , উপজেলা/থানা- সোনারগাঁ। দেওয়ান উদ্দিন চুন্ন(৫৫) পিতা-মৃত ছামছুদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- লাদুরচর, উপজেলা/থানা- সোনারগাঁ; সফিকুল ইসলাম(৪৫) পিতা-আজিজুর রহমান মাতা- স্থায়ী: গ্রাম- লাদুরচর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; রাসেল(৪১) পিতা-জালাল মাতা- স্থায়ী: গ্রাম- লাদুরচর, উপজেলা/থানা- সোনারগাঁ; আনোয়ার মেম্বার(৩৯) পিতা-জব্বার মাতা- স্থায়ী: গ্রাম- লাধুরচর, উপজেলা/থানা- সোনারগাঁ; দর্পন(৪৬) পিতা-আবুল হাসেম মাতা- স্থায়ী: গ্রাম- লাধুরচর, উপজেলা/থানা- সোনারগাঁ; মনির মেম্বার(৪৫) পিতা-বারেক মাতা- স্থায়ী: গ্রাম- কলতাপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; মাওলানা ইয়াসিন(৫০) পিতা-মৃত-আঃ ছামাদ মাতা- স্থায়ী: গ্রাম- কলতাপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; গৌরদ্দিস(৪১) পিতা-মৃত- মোহাম্মদ আলী মোল্লা মাতা- স্থায়ী: গ্রাম- কলতাপাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; আশিক সরকার(৪০) পিতা-রুপ সরকার (সাধারন সম্পাদক শ্রমিকলীক) সাদিপুর উইনিয়ন মাতা- স্থায়ী: গ্রাম- কাঠালিয়া পাড়া, উপজেলা/থানা- সোনারগাঁ; মাসুম বিল্লাহ(৫০) পিতা-ফজলুল হক প্রধান মাতা- স্থায়ী: (প্রতাপেরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; সুমন(৩৫) পিতা-ফজলুল হক প্রধান মাতা- স্থায়ী: (প্রতাপের চর) , উপজেলা/থানা- সোনারগাঁ; রকি(৩২) পিতা-ফজলুল হক প্রধান মাতা- স্থায়ী: (প্রতাপেরচর) , উপজেলা/থানা- সোনারগাঁ; আলামিন(৪০) পিতা-মৃত শহীদ্ল্লুাহ মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; বাদশা(৫০) পিতা-বাহাউদ্দিন মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; ইউসুফ(৪০) পিতা-মৃত তোতা মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; আবু কালাম(৪৫) পিতা-আইয়ুব নবী মাতা- স্থায়ী: গ্রাম- ঝাউচর, উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ ইদ্রিস(৪৮) পিতা-বিল্লাল মাতা- স্থায়ী: (হাতুরাপড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোঃ মান্নান(৫২) পিতা-আঃ রাজ্জাক মাতা- স্থায়ী: (হাতুরাপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; আফজাল(৪৫) পিতা-মোহাম্মদ আলী মাতা- স্থায়ী: (ব্রাহ্মণবাওগা) , উপজেলা/থানা- সোনারগাঁ; মনির(৪০) পিতা-সিদ্দিক মাতা- স্থায়ী: (টানপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ; মোবারক(২৮) পিতা-সিদ্দিক মাতা- স্থায়ী: (টানপাড়া) , উপজেলা/থানা- সোনারগাঁ। রনি (২৭) পিতা-তোফাজ্জল, সাং মহাজমপুর উত্তর কাজীপাড়া; আজিজুল, পিতা-হেকিম, সাং- মহজমপুর উত্তর কাজীপাড়া ; জহিরুল ইসলাম (৩৮), পিতা-আব্দুল বারেক, সাং-গৌরবদী ; .নিহার খন্দকার (৪৮) পিতা- মৃত হাসান আলী, সাং-মাঝেরচর; আব্দুল আলী (৫০) পিতা-মৃত সুরুজ মিয়া ; মাইনুদ্দিন(৫২) পিতা-সামসুল হক; জুলহাস (৩৫), পিতা-মাইনুদ্দিন, উভয় সাং-শেষকান্দি; রুমি (৪০), পিতা-দেওয়ান উদ্দিন চুন্নু; মো রমজান (৪৫) সাং-চেঙ্গাকান্দী বারদী; সোললমান (৪২), পিতা-জয়নাল আবদীন সাং-পাইকপাড়া; শাহিন উরফে আইসক্রীম শাহিন (৫০), পিতা-অজ্ঞাত, সাং- ইছাপাড়ং; মামুন (৪৬), পিতা-আব্দুল মান্নান, সাং-গোবিন্দপুর; বাবু (৩২) সাং-ইষ্টার্ন দড়িকান্দি; মোবারক (৪৯), পিতা-অজ্ঞাত, সাং-ভিটিকান্দি; গাজী মজিবর (৫৫) পিতা- মৃত গাজী আকরাম আলী; আসাদ (৪০), পিতা-অজ্ঞাত (সভাপতি যুবলীগ সোনারগাঁ পৌর); রুহুল আমিন মোলা (৫২) পিতা-মৃত আউয়ল মাষ্টার সাং পাইকপাড়া; মো. আমিনুল ইসলাম (৩৫) পিতা-মৃত সালাউদ্দিন, সাং-গোয়ালপাড়া; শাহ জালাল (৪৩), পিতা-মৃত জব্বার, সাং-পাইকপাড়া থানা- সোনারগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com