সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ এবং দোয়ার আয়োজন করেছে ১৪নং ওয়ার্ড বিএনপি। বুধবার (২১ আগস্ট) বাদ আছর নন্দীপাড়া বাইতুল মাহফুজ জামে মসজিদে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের সভাপতিত্বে এই মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সোলেইমান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী শফিউদ্দিন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হক, নুরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পাভেজ আলম, যুবদল নেতা মিনহাজ মিঠু, জামাল হোসেন, রুবেল, বদিউজ্জামান মাসুদ, ছাত্রদল নেতা একান্ত ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, নন্দীপাড়া বাইতুল মাহফুজ জামে মসজিদের পেশ ইমাম ও খতি মাওলানা জামাল উদ্দিন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।