Logo
HEL [tta_listen_btn]

শীতলক্ষ্যা-ধলেশ্বরীর পানি বাড়ছে

সারা দেশে অতিবৃষ্টি ও বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর উপর। এরমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদীর পানি। এছাড়া বাড়ছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর পানিও। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, আইড়াইহাজার উপজেলার উপর দিয়ে বয়ে চলা মেঘনা নদীর অংশ বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে। অবস্থা এমন থাকলে শুক্রবার-শনিবারের মধ্যে বিপদ সীমা অতিক্রম করতে পারে মেঘনা নদীর পানি। এছাড়া গত কয়েকদিনের তুলনায় নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে, এখনো বিপদ সীমার অনেকটা নিচে রয়েছে এই দুই নদীর পানি।
জানা গেছে, বুধবার থেকে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের সকাল ১০টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com