Logo
HEL [tta_listen_btn]

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এনসিসি ১৮নং ওয়ার্ডের শহীদনগর এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। সংক্ষিপ্ত বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে। এই স্বেরাচারী শেখ হাসিনা সরকার শাসনকালে এ দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেইসাথে সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
প্রধান বক্তার বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলের ত্যাগ বিএনপি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল আরিফের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহীন আহমেদ, আলতাফ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. বাবু প্রধান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নাসির উদ্দীন, অলক ইসলাম, মাসুদ, সোহেল চৌধুরীসহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com