ফতুল্লা থেকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফতুল্লা থানার কুতুবপুর নয়ামাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান ঢাকার হাজারীবাগ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায় দীর্ঘদিন যাবত পলতাক ছিলো সে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান শনিরআখড়া এলাকার মৃত তালেব শিকদারের ছেলে।
র্যাব জানায়, মিজান বেশ কয়েক বছর প্রবাসে ছিলো। পরবর্তীতে সে দেশে এসে বিভিন্ন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলতো। অতঃপর তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বাধ্য করে ধর্ষণ করতো। এরই ধারাবাহিকতায় রাজধানীর হাজারিবাগ এলাকায় বসবাসকারী কলেজ ছাত্রী ভিকটিম (১৯) কে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে মিজান। একপর্যায়ে বিদেশে নিয়ে যাওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং গোপণে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ওই কলেজ ছাত্রী বুঝতে পারে সে মিজানের প্রতারণার স্বীকার হয়েছে। এরপর সে হাজারীবাগ থানায় মিজানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে মিজান পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।