Logo
শিরোনাম
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায় মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট সন্ত্রাসীদের আটক করতে না.গঞ্জসহ সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রশাসন নিরব থাকলে ছাত্র-জনতা উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে: আব্দুল্লাহ আল আমিন মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
HEL [tta_listen_btn]

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: পারভীন আক্তার

মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, ২য় বার স্বাধীনতার জন্য যে সকল ছাত্রজনতা ও বিএনপির কর্মী সমর্থক শহীদ হয়েছেন প্রথমেই আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারি না। ৫ আগস্ট ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে যারা লুটপাট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ও দখলদারীসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে আমি তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানার আপামর জনসাধারনকে সাথে নিয়ে যুদ্ধ ঘোষণা করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সুষ্ঠু পরিবেশ আড়াইহাজারবাসীকে উপহার দিবো। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদী হাইস্কুল মাঠে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে গণপ্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজনতা গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির রায় বাংলার মাটিতে কার্যকর করতে হবে। যেসকল যুবক ও তরুণ প্রজন্ম ভোটার হয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা নির্ভিঘ্নে, নিরাপদে ও নিশ্চিন্তে যার ভোট সে যাকে খুশি তাকে দেয়ার প্রস্তুতি নিবেন।
তিনি আরও বলেন, জনগণের দল বিএনপি। সকল ক্ষমতার উৎস আপনারা। আপনারা যার কাছে আপনাদের জান ও মাল নিরাপদ মনে করবেন তাকেই সমর্থন করবেন। টিকিটের মালিক ও আপনারা। আপনারা টিকেট এনে যার হাতে তুলে দিবেন আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে তাকেই বিজয়ী কররো। সবাইকে তিনি ধৈর্য্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উচিৎপুরা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি জসিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গোলনার ইভা, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলাদলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবাহয়ক আরাফাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com