আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া। এরআগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিল্ডিংয়ের পেছনে ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব। এসময় থানা থেকে লুট হওয়া একটি শর্টগান, ১৯ রাউন্ড শটর্গানের গুলি ও একটি টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা আড়াইহাজার থানায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট চালায়। এসময় থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।