আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে দিদার খন্দকারের নেতৃত্বে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে দিদার খন্দকার বলেন, বিগত সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে দলের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। এখন দলের সুসময়ে তহ্যাগী নেতাদের যেন মূল্যায়ণ করা হয়। আর সুসময়ের মাছিদের পদপদবী দেয়ার আগে বিগত দিনের রেকর্ড যাচাই-বাছাই করে দেয়ার জন্য দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়্যালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।