Logo
HEL [tta_listen_btn]

আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকিরের অপসারণ দাবি

সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ নিরীহ মানুষদের নানাভাবে হয়রানীর অভিযোগ উঠেছে। তার অপসারণের দাবিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন। বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।
বক্তাদের অভিযোগ, জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়ায় চেয়ারম্যান জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীসহ এলাকার নিরীহ মানুষদের উপর হামলা-মামলা করে নানাভাবে নির্যাতন করেছেন। চেয়ারম্যান জাকিরের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও তাদের দোসররা এলাকায় ঘাপটি মেরে আছে এবং নানাভাবে অরাজকতার সৃষ্টির অপচেষ্টা করছে।
বক্তারা বলেন, জুলুম অত্যাচারের কারণে আলীরটেক ইউনিয়নবাসী সম্মিলিতভাবে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বদাতা চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণ দাবি করেন সরকারের কাছে। তা না হলে অচিরেই কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শুক্কুর, ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান, মিলন মেহেদী, মতিউর রহমান ফকির, আল আমিন প্রধান, সাইদুর রহমান, দয়াল লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com