ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ৫৩ বছরে দেশের মানুষ বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হয়ে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে। শাসক গোষ্ঠী কখনো সোনার বাংলা, কখনো নতুন বাংলা, কখনো ডিজিটাল বাংলা বলে জাতিকে ধোকা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চিটাগাং রোড চত্বরে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের থানা সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শরিয়াহ উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দীপি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
মুফতি ফয়জুল করীম বলেন, সবকিছু পিছনে ফেলে ইসলামের আলোকে দেশকে গড়তে চাই। একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে চাই। এজন্য নতুন এ স্বাধীন দেশে ঘুরে ফিরে কোনো মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় আনতে চাই না। মানুষের অধিকার আদায়ে জনগণ চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি হতে দেবে না। বিগত বছরের জঞ্জাল পরিস্কার করে জনগণের চাহিদার আলোকে দেশে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, ইসলামী অর্থনীতি গরীবদেরকে ধনী বানায়, পুঁজিবাদীদের ভারসাম্য রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের গোটা অর্থ গুটিকয়েক পুঁজিবাদীদের দখলে। বিগত স্বৈরাচার আমলে ১৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাই ইসলামী কল্যাণ রাষ্ট্রে ভারসাম্য অর্থনৈতিক অবস্থা বিরাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা সামসুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন থানা সভাপতি সিরাজ মোল্লা, ইসলামী যুব আন্দোলন থানা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন থানা সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।