সোনারগাঁয়ে মারিখালি খাল থেকে অজ্ঞাত এক যুবক (৩৮) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বৈদ্যের বাজার নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ থানা সড়কে অবস্থিত আয়েশা আমজাদ হাসপাতালের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন লাশের সুরতহাল তৈরি করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। তথ্যটি নিশ্চিত করেছেন বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) আমিনুল ইসলাম।
এসআই মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মারিখালি খালে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরবর্তীতে নৌ-পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।