Logo
HEL [tta_listen_btn]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি

সোনারগাঁয়ে আবারও একই স্থানে এক প্রবাসীর গাড়িতে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্রসহ সড়কে ট্রাক থামিয়ে ব্যারিকেড দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায়। এসময় ডাকাতদল প্রবাসীর গ্রীন কার্ড, বৈদেশীক মুদ্রা ইউএস ডলার, ইউরো, ৮টি মোবাইল, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
ডাকাতদের কবলে পড়া প্রবাসী ও তার সাথে থাকা লোকজন জানান, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদ মিয়ার ইটালী প্রবাসী গ্রীনকার্ডধারী ছেলে রবিউল (৩০) দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে প্রাইভেটকারে নিতে আসেন প্রবাসীর চাচাতো ভাই শাহাবুদ্দিনের ছেলে জুয়েল, মবিউল্লাহর ছেলে নেয়ামত উল্লাহ ও একই গ্রামের আ. রহমান মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মিজানসহ ৪ জন। তারা রওয়ানা দিয়ে বুধবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মারীখালী ব্রিজ সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে পৌঁছালে ১০-১৫ জনের ডাকাতদল একটি ট্রাকে ইটপাটকেল ছুঁড়ে সড়কে ব্যাড়িকেড দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের প্রাইভেটকারে হামলা করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশীক মুদ্রা ৯শ’ ইউএস ডলার, সাড়ে ৩শ’ ইউরো, একটি আই ফোনসহ ৮টি দামি মোবাইল, মালামালসহ একটি লাগেজ, ইটালিয়ান গ্রীনকার্ড, ব্যাংক কার্ড, বাংলাদেশী নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, আমি নতুন এসেছি। আগের তুলনায় ডাকাতি কিছুটা কমেছে। এখনো সব অফিসার থানায় যোগদান করেনি। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান চালানো শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com