গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী সাইফুল (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব। বিডিআর বিদ্রোহ মামলার আসামী সিপাহী মো. সাইফুল ইসলামকে যশোর থেকে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যশোর জেলার কোতয়ালী মডেল থানার বসুন্দিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী সিপাহী মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-১১ ও র্যাব-৬।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মো. সাইফুল ইসলাম বিডিআর বিদ্রোহ মামলার মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী। সে ৫ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে আত্মগোপনে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।