ত্বকী হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার চেষ্টা করছিলেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস হতে আসামী মামুনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর আসামীকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে র্যাব। এসময় আগামী রোববার (৬ অক্টোবর) মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।