বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৩শ’ জনকে আসামী করা হয়েছে। নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান বাদি হয়ে আদালতের নির্দেশে এ মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন।
তিনি বলেন, মামলাটি আদালতে দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশ পেয়ে মামলাটি আমরা রেকর্ড করেছি।
মামলায় উল্লেখ করা হয়, ৫ আগস্ট আন্দোলন চলাকালীন সময় রাজমিস্ত্রী রাকিব কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্ত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।