Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান

ঢাকা-সিলেট মহাসড়কো রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। মহাসড়কের এক তৃতীয়াংশ জুড়ে ভাসমান দোকান বসাতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়ক যানজটমুক্ত ও মানুষ চলাচলে ফুটপাট স্বাভাবিক হয়েছে। এখন থেকে মহাসড়কে কোনো ভাসমান দোকান বসানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন ইউএনও মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লাসহ বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com