নিখোঁজের একদিন পর বাড়ির পাশের নদী থেকে বাকপ্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের কড়ইতলা গ্রামের নিহতের বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরআগে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন। নিহত বাকপ্রতিবন্ধী শিশুর নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)। শিশুটি আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে। এরআগে নিখোঁজের সন্ধানে সোমবার সকাল থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। পরে দুপুরে নিহতের লাশ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানাম, নিখোঁজের সংবাদ পাবার পর থেকে পুলিশ শিশুটির জন্য তল্লাশি অব্যাহত রাখে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় লাশ বাড়ির পাশের নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।