ডিমের মূল্য নিয়ন্ত্রণে ফতুল্লায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দেলপাড়া বাজারে টাস্কফোর্স নারায়ণগঞ্জ জেলা কর্তৃক পরিচালিত টিম অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের শাকিল শাকিব ডিম হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ ফতুল্লা থানা পুলিশের একটি টিম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।