আড়াইহাজারে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার (২০ অক্টোবর) বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এলাকা থেকে গ্রেফতারের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে।
লেঙ্গরদী এলাকার ভুক্তভোগীরা জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আরিফের নেতৃত্বে এলাকায় তান্ডব চালায়। বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ খেকে চাঁদা দাবি করে। কাঙ্খিত চাঁদা না দিলে তাদের বাড়িঘর ভাংচুর চালায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।