জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একদিনের কর্মশালার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (যক্ষ্মা ও কুষ্ঠ) ডা. শহীদুল ইসলাম ও মেডিকেল সার্ভিল্যান্স অফিসার (যক্ষ্মা ও কুষ্ঠ) ডা. এফএম নাসিরুল হক। জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারিগণ অংশগ্রহণ করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।