বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী এবং আজমেরী ওসমানের সহযোগী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী শিপলুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপলু হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকার ফিরোজ গাজীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২টি হত্যাসহ নারী নির্যাতন মামলা রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।