সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ এবং মুক্তিযোদ্ধা ভবনের জায়গা চিহ্নিত ভূমিদস্যু কানকাটা মতিন বাহিনী জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার প্রতাপনগর এলাকায় মেঘনা শিল্পনগরী সরকারি স্কুল এন্ড কলেজের সামনে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, অভিভাবক ও কয়েক হাজার এলাকাবাসী ভূমিদস্যু কানকাটা মতিনের শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক জানান, বৃহস্পতিবার ভূমিদস্যু কানকাট মতিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী স্কুলের জায়গায় অবস্থিত মার্কেট ও মুক্তিযোদ্ধাদের ভবনের জায়গা মতিনের দাবি করে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। অথচ ২০১১ সাল থেকে আমি এই স্কুল কর্মরত আছি। কখনো কাউকে স্কুল মার্কেটের জায়গা দাবিদার হিসেবে দেখতে পাইনি। ভুমিদস্যু মতিন বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বীরমুক্তিযোদ্ধা সোহেল রানা বলেন, সরকারি অনুমতিতে প্রতাপনগর এলাকায় সরকারি খাস খতিয়ানে আমরা মুক্তিযোদ্ধারা প্রায় ২০ বছর যাবত একটি ভবন নির্মাণ করে নিয়মিত অফিস করে আসছি। এখন চিহ্নিত ভূমিদস্যু কানকাটা মতিন বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে আঁতাত করে সরকারি স্কুল ও মুক্তিযোদ্ধা ভবনের জায়গাটিতে সাইনবোর্ড সাঁটিয়ে জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সোনারগাঁ ইউএনও এবং এসিল্যান্ডের মাধ্যমে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।